শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানা পুলিশ জানিয়েছেন।নিহত হলো উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আজিজুর রহমানের ছেলে হুবাইব(৫)।সোমবার(৪ নভেম্বর)বিকালে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক-১৭ তে এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় মালবাহী ট্রাকটি রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটি গাড়ির নিচে চলে আসে। এতে শিশুটির মাথা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়।পাশ্ববর্তী লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরিফ হোসেন সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে মালবাহী ট্রাকের চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
#######
প্রকাশিত:
নভেম্বর ৪, ২০২৪ ১০:৪২ পিএম
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বসত বাড়ির শয়নকক্ষে খাটের নিচ থেকে ১১৫ ...
পাঠকের মতামত