শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত এক আসামীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।এছাড়া ও দশ হাজার টাকা অর্থদন্ড দেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এফ-৯ ব্লকের বাসিন্দা কামাল আহাম্মদ এর পুত্র আলী আহাম্মদ (৪২)।
সোমবার(৪ নভেম্বর)বিকাল সাড়ে পাঁচটার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এফ-১ ব্লকে এ অভিযান চালানো হয়।
জানা যায়,রোহিঙ্গা আলী আহমদ একজন শীর্ষ একজন মাদক কারবারি।তার বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি মাদক রয়েছে।যার মামলা জিআর-১৯৭/২১। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণির ১০(ক) মামলার ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থদন্ড সাঁজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী ছিলেন।দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এ ব্যাপারে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সহকারী কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন আটককৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
######
পাঠকের মতামত