রামুতে পরিবারের সদস্যদের অজ্ঞান করে প্রবাসীর বসত বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে। রবিবার, ৩ নভেম্বর দিবাগত রাতে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া মৃত ছৈয়দ আহমদের ছেলে আব্দুস ছালামের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। পরদিন (গতকাল) সোমবার বেলা ১২ টায় প্রতিবেশীরা ওই বসত বাড়ি থেকে কলেজ ছাত্রীসহ ৩ জনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান।
তিনি আরও জানান, সম্প্রতি তার ছোট বোনের বিয়ে হয়। দুদিন আগে বোনটি বাপের বাড়ি বেড়াতে আসেন। দূর্বৃত্তরা বোনের স্বর্ণালংকার লুট করার জন্যই পরিকল্পিতভাবে এ ডাকাতির ঘটনা সংগঠিত করেছে। তারা রামু থানা পুলিশকে বিষয়টি অবহিত করেছেন।
ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রাবেয়া বসরী জানিয়েছেন- খবর পেয়ে সোমবার দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। একটি সংঘবদ্ধ চক্র রান্না করা খাবারে বিষাক্তদ্রব্য মিশিয়ে এ ডাকাতির ঘটনা সংগঠিত করেছে। তিনি আরও জানান- সম্প্রতি পার্শ্ববর্তী পূর্ব মেরংলোয়া গ্রামসহ আশপাশে এভাবে বাড়ির সদস্যদের অজ্ঞান করে একাধিক চুরি-ডাকাতির ঘটনা সংগঠিত হয়েছে। একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় জনমনে উদ্বেগ-আতংক বিরাজ করছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন- বিষয়টি পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। এ ব্যাপারে লিখিত এজাহার দেয়ার জন্য বলা হয়েছে। লিখিত এজাহার পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
পাঠকের মতামত