চকরিয়ায় শিক্ষকের ৪৮বছরের ভোগদখলীয় জমি দখলের অভিযোগ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মোহাম্মদ ইবরাহিম নামের এক কলেজ শিক্ষকের ৪৮বছরের ভোগদখলীয় জমি একদল ভূমিদস্যু অবৈধভাবে ...
স্রোতের গোপন টানে
রুমি মল্লিক ——
আমি জানি তুমি তোমার মতো
আমার আপাদমস্তক বিবেচনা করো ,
করতেই পারো তবে ভেবে নিও
বেলা শেষে আমার ও কিছু বলার ছিল !
দাঁতে দাঁত চেপে তোমার স্বেচ্ছাচারিতা
দিনের পর দিন সহ্য করেছি ,
তবুও তোমার ভুল গুলো ফুল হয়ে
থাকে তোমার কাছে !
সেই ফুলের ঘ্রাণে মাতোয়ারা তোমার
জীবনবোধ
তোমার পাশের মানুষ গুলো যাদের তুমি
তোমার বোধের কীটপতঙ্গ বানিয়েছো ,
তারা ও তোমার অবয়ব দেখে
তাচ্ছিল্যের হাসি হাসে !
কতো অভাগা তুমি
তোমার জন্য কাঁদবে এমন কেউ
তোমার পাশে নেই !
স্রোতের গোপন টানে ভেসে যায় মানুষ
অথচ বেদনা থেকে যায় মনে
কালবৈশাখী ঝড়ের মতো আচড়ে পড়ে
সুন্দর মূহুর্ত গুলোর স্মৃতি চিহ্ন !
পাঠকের মতামত