আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের ঝিম্বংখালী মাছের ঘের এলাকায় অভিযান চালিয়ে দেশীয় একটি এলজি ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ মোঃ আলম(২৯) নামে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক রোহিঙ্গা ডাকাত মোঃ আলম উখিয়া ১২নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের,ব্লক-জি/৭বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।বিজিবির দাবি,অস্ত্র ও গুলিসহ আটক ওই রোহিঙ্গা ডাকাত গ্রুপের সক্রিয় সদস্য।সোমবার(৪নভেম্বর)বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি-ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।তিনি জানান,রোববার(৩ নভেম্বর)বিকালে ঝিম্বংখালী বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বিআরএম-১৬ হতে আনুমানিক ৬০০ গজ উত্তর-পশ্চিম দিকে শামছুলের ঘের নামক এলাকায় অভিযান চালায়।এসময় এক যুবককে একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়।পরে তার হাতে ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরী এলজি,০৫ রাউন্ড তাঁজা গুলি ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।আটককৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়,সে ডাকাত দলের সদস্য বিভিন্ন সময় টেকনাফ এলাকার গুরুত্বপূর্ণ মার্কেট, দোকান এবং বাড়ী-ঘরে ডাকাতি করে থাকে।তিনি আরও জানান,উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটক রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত