মুকুল কান্তি দাশ,চকরিয়া:
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পলিথিন বিরোধী অভিযান চলছে সারাদেশে। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়ায় অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩নভেম্বর) দুপুরে চকরিয়া পৌরশহরের কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফখরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় সাথে ছিলেন- চকরিয়া থানা পুলিশ, আনসার সদস্য ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সারাদেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরি বহণ, বিপনণ ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পৌরশহরের কাঁচাবাজারে পলিথিন বিক্রি ও মজুদ করার অপরাধে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পলিথিন জব্দ করে নষ্ট করে ফেলা হয়েছে।চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফখরুল ইসলাম বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। নিষিদ্ধ এই পলিথিনের মজুদ, ব্যবহার বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে।###
পাঠকের মতামত