ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৪ ৭:১১ পিএম

 

আব্দুস সালাম টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই রোহিঙ্গাসহ নয়জনের কাছ থেকে জনপ্রতি দেড় লাখ টাকা করে মুক্তিপণ দাবী করছে অপহরণকারীরা। অপহৃতদের স্বজনদের ফোন করে এই মুক্তিপণ চাওয়া হচ্ছে বলে দাবী করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

জানা যায়, শনিবার (২ নভেম্বর) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজর পাড়া এলাকায় সকাল সাড়ে ৮ টার দিকে কৃষি ক্ষেত থেকে দুই রোহিঙ্গাসহ নয় জনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। দুই জন রোহিঙ্গার পরিচয় না মিললেও অপহৃত বাঙ্গালী নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোসেনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম,আজিজুর রহমানের ছেলে কফিল ও নুর হোছনের পরিচয় জানা গেছে।

হোয়াইক্যংয়ের কানজর পাড়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের মেয়ের জামাই ও ভাইপুত বন্দি আছেন অপহরণকারীদের হাতে। তিনি জানান, গেল রাত থেকে কয়েকবার অপরিচিত নাম্বার থেকে ফোন করে দেড় লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়।

এছাড়া অপহৃত বাকী ৬ জনের পরিবারের সদস্যরাও সমপরিমাণ মুক্তিপণ চেয়ে ফোন পেয়েছেন বলে দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীদের দাবী, টেকনাফ থানা পুলিশ পরিদর্শনে ঘটনাস্থল কানজর পাড়া যায়। খোঁজ খবর জিজ্ঞেস করে তারা ফিরে যায় বলে দাবী স্থানীয়দের।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,অপহরণের ‘বিষয়টি আমি অবগত হয়েছি। অপহৃতদের উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পাঠকের মতামত

দু'দিনের বার্ষিক আয়োজনে পরিচালক মিশু- ওশান প্যারাডাইসের কর্মীরা নৈতিকতা-সেবা ও কর্মদক্ষতায় প্রসিদ্ধ

         কর্মজীবীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। পর্যটন জোনের তারকা হোটেল গুলোর সুনাম এখানকার বিভিন্ন বিভাগে কাজ করা ...

চার দফা দাবি আদায়ের আন্দোলন করে চাকরিচ্যুত দেড় শতাধিক এনজিওকর্মী চাকরিতে বহাল করাসহ চার দফা দাবি বাস্তবায়নে উখিয়ায় এনজিওকর্মীদের মানববন্ধন

         বিশ্বের সর্ববৃহৎ শরণার্থীদের আশ্রয় শিবির উখিয়া ও টেকনাফে মিয়ানমার জান্তা বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা ...

কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি

         কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।   ...

প্রথম আলো অফিসের সামনে আন্দোলনকারীদের অবস্থান

         দৈনিক প্রথম আলো পত্রিকা বয়কটের আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির অফিসের সামনে অবস্থান নিয়েছেন। ...