‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে রামুতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৪। শুক্রবার (১ নভেম্বর) রামু উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিকশিত যুব মানব কল্যান সংগঠনের সহযোগিতায় যুব র্যালী ajও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক মাহাবুবর রহমান। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা অনস্বিকার্য। যুবরাই আগামীদিনের ভবিষ্যৎ। যুব পুরুষ এবং যুব মহিলাদের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য ঋনের ব্যবস্থা রয়েছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে সকলকে স্বাবলম্বী হওয়ার আহবান জানান তিনি। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নূরে আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাগো নারী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিউলী শর্মা।ইপসার প্রকল্প কর্মকর্তা মো. রাশেদের সঞ্চালনায় অতিথিদের মধ্যে ডিএসকে এর টেকনিক্যাল ম্যানেজার নাছিমা শাহীন, বিকশিত যুব মানব কল্যান সংগঠনের প্রজেক্ট কো অর্ডিনেটর উজ্জ্বল বড়ুয়া, ডাকভাঙ্গা বাংলাদেশের প্রজেক্ট কো অর্ডিনেটর জুয়েল তালুকদার, যুবদের মধ্যে বক্তব্য দেন মো. সাকিব ও সুমাইয়া। জীবনের গল্প বর্ননা করতে গিয়ে তৃতীয় লিঙ্গ মাহী হিজড়া বলেন, তিনি আগে এলাকায় এলাকায় চাঁদা তুলতেন বলে সমাজ এবং পরিবারের কাছে নিগৃহীত ছিলেন। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষন গ্রহন করে মাহি এখন চাকরির পাশাপাশি সেলাই কাজ করে আত্মনির্ভরশীল হয়েছেন। বর্তমানে তাকে আর চাঁদার ব্যবসা করতে হচ্ছে না, তিনি সম্মানের সাথে সমাজে অবস্থান করতেছেন। এ পরিবর্তনে মাহী যুব উন্নয়ন অধিদপ্তর ও বিকশিত যুব মানব কল্যান সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। বিকশিত যুব মানব কল্যান সংগঠনের প্রজেক্ট কো অর্ডিনেটর উজ্জ্বল বড়ুয়া হিজরা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন এবং আইনী সহায়তা বিষয়ে এসসিজি প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। যুব উন্নয়ন অধিদপ্তর রেজিষ্ট্রেশন না দিলে বিকশিত যুব মানব কল্যান সংগঠন আজকে এ পর্যায়ে আসতে পারত না। সার্বিক সহযোগিতায় তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাবুবর রহমানকে ধন্যবাদ জানান।###
পাঠকের মতামত