শাহেদ হোছাইন মুবিন :
কক্সবাজারে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।জেলা প্রশাসক বলেন,সুস্থ মানুষ নিয়মিত চার মাস অন্তর রক্ত দিতে পারেন। এই রক্তদানের মাধ্যমে শরীরে কোনো ঘাতক ব্যাধি আছে কিনা তাও বিনা খরচে জানা যায়। অপরদিকে দৃষ্টিহীন ব্যক্তির সহায়তায় ‘মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করণে সচেতনতা বৃদ্ধির আহবান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়ামিন হোসেনের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী, জেলা সদর হাসপাতালের আর এম ও ডা: জিহাদুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্বাস্থ্য কর্মী,ব্লাড ডোনার্স সংগঠনের নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত