নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারে যুব সমাজের ক্ষমতায়ন ও স্থানীয় পর্যটন উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএসইসি প্রকল্পের স্বেচ্ছাসেবী ওরিয়েন্টেশন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কক্সবাজার পৌরসভার হলরুমে
৫০ জন স্থানীয় ভলান্টিয়ার অংশগ্রহণের মধ্যে দিয়ে এই অঞ্চলের পর্যটন খাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক শ্রম সংস্থার “কক্সবাজারে দক্ষতা এবং অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি (আইএসইসি)” প্রকল্পের বাস্তবায়নকারী সহযোগী প্রতিষ্ঠান এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বলা হয় এই প্রকল্পটি কক্সবাজারে একটি সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক পর্যটন খাতের স্বপ্ন দেখে যা সবার জন্য সমৃদ্ধি বয়ে আনবে।আইএসইসি প্রকল্পের ডেপুটি টিম লিডার, জনাব ইনতিজামুল ইসলাম, ইভেন্টটি পরিচালনা করেন, যেখানে তিনি প্রকল্পের লক্ষ্য, থিওরি অব চেঞ্জ, এবং মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ সম্পর্কে ধারণা দেন।
প্রকল্প সমন্বয়কারী মাকসুদুল হক ভলান্টিয়ারদের ভূমিকা, সুবিধা, দায়িত্ব এবং বাধ্যবাধকতা সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন, যাতে তারা প্রকল্পের লক্ষ্য পূরণে যথাযথভাবে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএলও’র আইএসইসি প্রকল্পের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব রেজাউল করিম রেজা এবং কক্সবাজার উইমেন চেম্বার অফ কমার্স-এর পরিচালক এবং রাখাইন সাসটেইনেবল ডেভেলপমেন্ট কমিউনিটি-এর সভাপতি মিস মা টিন টিন।
এই উদ্যোগটি একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক পর্যটন খাতের ভিত্তি তৈরি করছে যা অর্থনৈতিক ক্ষমতায়ন ও পরিবেশগত সংরক্ষণকে একত্রিত করে কক্সবাজারের টেকসই উন্নয়নে অবদান রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
পাঠকের মতামত