আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে তল্লাশী চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারী হলেন,টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা ক্যাম্পের ব্লক-ডি/১ এর বাসিন্দা নূর বাসারের ছেলে মোঃ ওমর ফারুক (১৮)।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৮ অক্টোবরব) সকাল সাড়ে ১০ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া ও হোয়াইক্যং চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি বাস (পায়রা পরিবহন) চেকপোস্টে আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে বিজিবি K-9 ইউনিটের সিপাহী ডগ মেঘলা এবং K-9 ইউনিটের সদস্য দ্বারা যথারীতি উক্ত বাসটি তল্লাশী কার্যক্রম শুরু করলে ডগ মেঘলা একজন যাত্রীর শরীর এবং তার কাছে রক্ষিত ব্যাগে ক্রমাগত ঘ্রান নিতে থাকে এবং সন্দেহমূলক (Suspecious) আচরণ প্রকাশ করে। পরবর্তীতে উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশীর এক পর্যায়ে উক্ত যাত্রির নিকট রক্ষিত ব্যাগের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আটককৃত আসামীর নিকট থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠকের মতামত