নিজস্ব প্রতিনিধি।
কক্সবাজারের অন্যতম ক্রীড়া ও সামাজিক সংগঠন সুপ্রভাত কক্সবাজার এর আয়োজনে আন্তদলীয় ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ সিজনের পর্দা উঠলো আজ।শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ভোর ৬টায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় টিম সুপ্রভাত ইছামতী ও টিম সুপ্রভাত মাতামুহুরি। এই অনাড়ম্বর আয়োজনে অতিথি ও উদ্বোধক হিসেবে ছিলেন সাবেক কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আমিনুল ইসলাম মুকুল।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, তরুণরাই পারে খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস সহ সকল অপকর্ম রুখে দিতে। এসময় তিনি এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
সুপ্রভাত কক্সবাজার -এর সমন্বয়ক সায়ন্তন ভট্টাচার্যের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির নির্বাহী কমিটির সিনিয়র সদস্য রাজীব কর্মকার এবং মো: তারেকুল ইসলাম।’বাঁচলে নদী, বাঁচবে দেশ-সুপ্রভাতই বাংলাদেশ’- এই প্রতিপাদ্য ঘিরে এবারের আয়োজন থেকে দেশের মৃতপ্রায় নদীগুলোকে তাদের আগের রূপ ফিরিয়ে দেয়ার দাবি জানানো হবে বলে জানান আয়োজকেরা।
ইছামতী ও মাতামুহুরি ছাড়াও এই টুর্নামেন্টে আরো অংশ নিচ্ছে টিম সুপ্রভাত বাঁকখালী ও টিম সুপ্রভাত কর্ণফুলী। অতিথি দল হিসেবে থাকছে স্বপ্নের সিঁড়ি।রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হবে আগামী ১০ নভেম্বর।
পাঠকের মতামত