নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের উখিয়ায় অটোরিকশা- বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্হানীয়দের সহযোগিতা উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা সওদাগর পাড়ার এর মোহাম্মদ শরীফের পুত্র অটো রিকশা চালক আব্দুল্লাহ, উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী গ্রামের -জাফর আলম এর পুত্র মুকবুল(৪০),কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা আব্দুল গণি এর পুত্র শফিউল হক(৫০),উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা
হাসিম উল্লাহ(১৯),উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর আলম(৫০) ও হরিন্দ্র বড়ুয়ার পুত্র নিকল বড়ুয়া(৪৮)।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছে বলে উখিয়ার শাহপরীর দ্বীপ হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়।
শনিবার(২৬ অক্টোবর)বিকাল চারটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া কলেজ সংলগ্ন এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়।
জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফ গামী সমুদ্র তরী বাস ও উখিয়ার পালংখালী বাজার থেকে ছেড়ে আসা অটো রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ীর চালক সহ ছয়জন আহত হয়। স্হানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজন অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে উখিয়া থানার তদন্ত ওসি শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
#########
পাঠকের মতামত