কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামে পরিচ্ছন্নতা অভিযান মাদকসেবন ও জুয়া খেলার কুফল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মুরালিয়া সচেতন নাগরিকের উদ্যোগে ছাত্র ও স্থানীয়দের অংশ গ্রহণে মুরালিয়া বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে মুরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাশেদুল ইসলামের সভাপতিত্বে মাদকসেবন ও জুয়া খেলার কুফল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরমান।
আবু বক্কর ছিদ্দিকীর সঞ্চালনায় মুরালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ কামাল হোসেন, ইমাম আবদুল মজিদ,বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম, দক্ষিণ মুরালিয়া জামে মসজিদের খতিব আলাউদ্দিন কুতুবী, সাবেক মেম্বার মোরশেদ আলম মুকুল, ব্যবসায়ী গোলাম মোস্তফা বাদশা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মাদক মুক্ত সমাজ ঘটতে এলাকার সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে মাদক সেবন ও বিক্রয় হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহবান জানান।এসময় মুরালিয়ার সর্বস্তরের জন সাধারণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত