শাহেদ হোছাইন মুবিন, কক্সবাজার প্রতিনিধি : ‘পরিচ্ছন্ন হাত কেন এখনো গুরুত্বপূর্ণ? ” এ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা।
মঙ্গলবার(২২ অক্টোবর) পর্যটন মোটেল শৈবাল প্রাঙ্গণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজ।ডিপিএইচই-র নির্বাহী প্রকৌশলী মো মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা শিক্ষা কর্মকর্তা মো নাছির উদ্দিনসহ উন্নয়নকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এর আগে বিশ্ব হাত ধোয়া দিবসের কেক কাটা হয়। বিশ্ব হাতধোয়া দিবসের মূল লক্ষ্য সাবান দিয়ে হাত ধোয়ার সংস্কৃতি প্রচলন ও এর উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বলে জানান আয়োজকরা।
পাঠকের মতামত