শহিদুল ইসলাম।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় র্যাব- বিজিবি
যৌথ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছেন। এসময় মাদক বহনের দায়ে একটি অটো রিকশা গাড়ী জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকার মোহাম্মদ ফরিদ আলমের পুত্র মোঃ শাহজাহান (৩৫),একই গ্রামের আব্দুর রহিমের পুত্র
আনোয়ার ইসলাম (৩৭) ও সৈয়দ হোসেনের পুত্র
মোঃ জসিম উদ্দিন (২২)।রোববার(২০ অক্টোবর)রাত সাড়ে আটটার দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু-পশ্চিমকুলস্থ জনৈক ভুলু সওদাগরের বাড়ি থেকে প্রায় দেড়শো গজ দূরত্বে পশ্চিম পাশে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামীদের সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি থানার হস্তান্তর করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবুল কালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
জানা যায় রোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার
ঘুমধুম ইউনিয়নের তুমব্রু-পশ্চিমকুলস্থ জনৈক ভুলু সওদাগরের বাড়ি থেকে প্রায় দেড়শো গজ দূরত্বে পশ্চিম পাশে বালুখালী-কাস্টমস-তুমব্রু সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করেন। এ সময় রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি সন্দেহজনকভাবে চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে যৌথ বাহিনী কর্তৃক সিএনজি গাড়ীটি তল্লাশি চালিয়ে তিনজন মাদক কারবারি গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের হেফাজতে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদের তল্লাশী করে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ সিএনজি গাড়ীটি জব্দ করা হয়।
#####
পাঠকের মতামত