আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ৩০হাজার পিস ইয়াবাসহ মোঃ নুর কবির (৩৫)নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।রবিবার (২০অক্টোবর) দুপুরে নাফ নদীর খরেরদ্বীপ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ নুর কবির উখিয়া বালুখালী এফডিএমএন ১১নম্বর ক্যাম্পের বাসিন্দা মোঃ গোলাম নবী ছেলে।
রবিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল মোঃমহিউদ্দীন আহমেদ।
তিনি জানান,রবিবার (২০অক্টোবর) দুপুরে লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১হতে আনুমানিক ৩০০গজ উত্তর-পূর্ব দিকে নাফ নদীর বাংলাদেশের জলসীমায় খরেরদ্বীপ এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল খরেরদ্বীপ এলাকায় অভিযান চালায়। এসময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।পরে তার হাতে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে বিভিন্ন সময় অর্থের বিনিময়ে মিয়ানমার হতে ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে বাংলাদেশে পাচার করে।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ আটক রোহিঙ্গার বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত