ডেস্ক নিউজ
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪ ৮:২০ পিএম

 

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঈদগাঁও উপজেলার প্রাক্তন সাথী- সদস্যদের মিলনমেলা শনিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এর স্মৃতিচারণ অনুষ্ঠানে শেষ বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।উদ্বোধনী বক্তব্য দেন মিলনমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক ইমাম খাইর।

পরিষদের সদস্য সচিব লায়েক ইবনে ফাজেলের পরিচালনায় প্রাক্তন শিবির নেতৃবৃন্দের মধ্যে স্মৃতিচারণ করেন ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, সৈয়দ নুর হেলালী, অধ্যাপক ফারুখ আহমেদ, ডাক্তার আমান উল্লাহ, মাস্টার নুরুল হক, অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, হাফেজ দিদারুল ইসলাম, মাওলানা ছৈয়দুল হক, মাওলানা মোঃ ইউনুছ, রফিক বশরী, আব্দুল্লাহ আল জুবাইর, মোহাম্মদ রাশেদুল হক, মোস্তফা কামাল, নুরুল আমিন, ওমর ফারুক পারভেজ, নুরুল আমিন, মো. মিজানুর রহমান আজাদ, মিছবাহ উদ্দিন, শাহেদ মোস্তফা ও মোহাম্মদ আব্দুল্লাহ।

ঈদগাঁও উপজেলা জামায়াতের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণকারীরা বলেন, আমরা বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে কঠিন সময় পার করেছি। শপথের কর্মীরা তাদের জীবনের চেয়ে ইসলামী আন্দোলনকে বেশি ভালবাসে। জঙ্গি তকমা দিয়ে কুরআন হাদিসের কথা বলা লোকজনকে যখন তখন কারাগারে নিক্ষেপ করা হয়েছে। ২০০০ রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে এখন আমরা অনায়াসে কথা বলতে পারছি। শহীদ জয়নাল আবেদীন চৌধুরীর রক্তস্নাত এ জমিনকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান প্রাক্তন শিবির নেতারা।

এতে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার সরওয়ার কামাল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, মাওলানা নুরুল আজিম, মাওলানা শাখের আহমদ, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মাওলানা আব্দুল হাই, সাহাব উদ্দিন, মেম্বার মনজুর আলম, মাওলানা বশির আহমদ প্রমুখ।

শিবিরের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে জামায়াত ও শিবিরের পক্ষ থেকে প্রাক্তন সাথী ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পাঠকের মতামত

চকরিয়ায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু

         মুকুল কান্তি দাশ,চকরিয়া: কক্সবাজারের চকরিয়ায় বজ্রপাতে রোকসানা আক্তার (১৭) নামের এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ...

গ্রীষ্মকালীন সাঁতার প্রতিযোগিতায় বিভাগীয় চ্যাম্পিয়ন মহেশখালীর বেলাল

           কক্সবাজার প্রতিনিধি : গ্রীষ্মকালীন উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় ...

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এলো ২০০ মেট্রিক টন পেঁয়াজ

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা হয়েছে আরও ২০০ মেট্রিক ...

ঘুমধুমে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান:১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার:-সিএনজি জব্দ:গ্রেফতার-৩

           শহিদুল ইসলাম। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় র‌্যাব- বিজিবি যৌথ ...