নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
বাংলাদেশ -মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি মিসাইলের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বিজিবি জোয়ানরা।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্র আরো জানায়, শনিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে নাইক্ষ্যংছড়িস্থ ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর জেসিও নং ৯৪৬৯ নাঃ সুবেদার মোঃ উদ্দিস এল আর পি চলাকালীন সময়ে সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নিকুছড়ি সীমান্ত থেকে এটি উদ্ধার করা হয়। এটি উদ্ধার পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে চাকঢালা বিওপিতে সংরক্ষণ করা হয়।ধারণা করা যায়, এটি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক কোনো এক সময়ে যুদ্ধবিমান দ্বারা ফায়ারকৃত মিসাইলের ধ্বংসাবশেষ হতে পারে।
এ বিষয়ে ১১ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল সাহল আহমদ নোবেল বলেন,(১১বিজিবি) এর অধীনস্থ নিকুছড়ি বিওপির দায়িত্বপূর্ন এলাকায় মেইন পিলার ৪২/২ এস হতে আনুমানিক ৭০ মিটার বাংলাদেশের অভ্যান্তরে বালুছড়া নামক স্থানে মায়ানমার সেনাবাহিনী কর্তৃক যুদ্ধবিমান দ্বারা ফায়ারকৃত মিসাইলের ধ্বংসাবশেষ এর লোহার অংশ (পুরাতন এবং মরিচাযুক্ত) পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
পাঠকের মতামত