প্রতিনিধি।
যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার রুটে ১টি স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৩ অক্টোবরে ঢাকা থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি। ঢাকা থেকে দুই ট্রিপে কক্সবাজার এসে কক্সবাজার থেকে দুই ট্রিপে ঢাকা চলাচল করবে বিরতিহীন স্পেশাল ট্রেনটি। শুধুমাত্র চট্টগ্রামে যাত্রাবিরতি দিবে ট্রেনটি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী।
তিনি জানান, আগামী ২৩ অক্টোবর ঢাকা থেকে স্পেশাল-১ ট্রেন রাত ১১ টায় ছেড়ে আসবে যেটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭ টায়। পরদিন ২৪ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে স্পেশাল-২ ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে রাত ১০ টায়। একদিন বিরতির পর ২৬ অক্টোবর স্পেশাল-১ ট্রেন রাত ১১ টায় ছেড়ে আসবে যেটি কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৭ টায়। পরদিন ২৭ অক্টোবর দুপুর ১ টা ৪০ মিনিটে স্পেশাল-২ ট্রেন কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়ে পৌঁছাবে রাত ১০ টায়।
পাঠকের মতামত