ডেস্ক নিউজ
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪ ১০:০১ পিএম

 

শহিদুল ইসলাম।

কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে এক বাংলাদেশী সহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।ক্যাম্প অভ্যন্তরের থাকা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পরিবার সুত্রে জানা যায়।

বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।গুলিবিদ্ধরা হলেন উখিয়ার পালংখালীর মোহাম্মদ বেলাল(৩৯)। সেই এনজিও সংস্থার পরিচালনাধীন একটি স্কুলে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।অন্যান্যরা হলেন উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেন ডি-৭ ব্লকের বাসিন্দা হোসেন এর পুত্র ওমর ফারুক (৩০),একই রোহিঙ্গা ক্যাম্পের বি-৩ ব্লকের বাসিন্দা আব্দুর রশিদের পুত্র মোঃ ইউনুস (২৫),উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা মোঃ আলম এর পুত্র আবদুল্লাহ (১৮)ও একই রোহিঙ্গা ক্যাম্পের আবদুল গনি এর মেয়ে হামিদা (৫০)।আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।বৃহস্পতিবার(১৭ অক্টোবর) দুপুর ১টার দিকে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়,বৃহস্পতিবার দুপুরে উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে অর্ধ শতাধিক রাউন্ড গুলি বিনিময় ঘটনা ঘটে।

এ ব্যাপারে ৮ এপিবিএন এর অধিনায়ক(অতিরিক্ত ডি আইজি) আমির জাফর বলেছেন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়েছেন।বর্তমানে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরো বলেন বর্তমানে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

#######

 

পাঠকের মতামত

উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ!

          কক্সবাজারের উখিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।পরে ভুক্তভোগী শিক্ষার্থী ...

কক্সবাজারে ফুটবলের নতুন দিগন্ত ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে  বাফুফে টেকনিক্যাল সেন্টার

          বিশ্ব ফুটবলের মানচিত্রে কক্সবাজারকে উজ্জ্বল করতে এগিয়ে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফিফার অর্থায়নে ...