প্রতিবেদক, রামু
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে জাতীয় পার্টির নেতা মুস্তাফিজুর রহমানের নোংরা মন্তব্য এবং রংপুরে অবাঞ্চিত ঘোষণা করার প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রামু উপজেলাবুধবার বিকাল সাড়ে চার টার দিকে রামুর চৌমুহনী চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা জাতীয় পার্টি নেতার বক্তব্যের তীব্র নিন্দা ও বক্তব্য প্রত্যাহার প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। বক্তারা অভিযোগ করেন, গত তিনটি নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামীলীগকে সঙ্গ দিয়ে দেশ ও জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং ক্ষমতায় ভাগ বসিয়ে অপকর্মে লিপ্ত ছিলো।আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিরও বিচার করতে হবে।অপরদিকে, বক্তারা আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগসহ সকল সংগঠনকে নিষিদ্ধের জোর দাবী জানান।সভায় বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি আহসানুল জুবাইর, মইনুর রশিদ, সাজ্জাদ হোসেন, মো রিয়াদ, মো সাইফুল, নাঈম, সাজ্জাদ, এমদাদসহ অনেকে।মানববন্ধন শেষে মিছিল নিয়ে চৌমুহনী চত্বর থেকে উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে মিছিল সমাপ্ত হয়।
পাঠকের মতামত