সেলিম উদ্দীন, ঈদগাঁও।
দেশ জুড়ে প্রকাশিত ১৫ অক্টোবর
এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় কলেজ শিক্ষার্থীদের পেছনে ফেলে মাদ্রাসা শিক্ষার্থীরা এ প্লাসসহ পাশের দিক দিয়েও অনেক এগিয়ে রয়েছে।
চরম হতশার ছিল উপজেলার একমাত্র সর্বোচ্চ প্রতিষ্ঠান ঈদগাহ রশিদ আহমদ ডিগ্রী কলেজ এ যাবত কালে সবচেয়ে খারাপ ফলাফল করেছে। কলেজটির পাশের হার সবার নীচে এবং এ প্লাস হল শূন্য।
অপরদিকে উপজেলার উচ্চমাধ্যমিক ও ডিগ্রী মানের দুই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পাশের হার এবং এ প্লাসের দিক দিয়েও কলেজটিকে অনেক পেছনে ফেলেছে।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, উপজেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী একমাত্র ডিগ্রী মানের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা থেকে এবারের আলিম পরীক্ষায় ১২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ জন এ প্লাস প্রাপ্তির পাশাপাশি ১২৪ জন কৃতকার্য হয়েছে। যার পাশের হার ৯৭.৬৪।
উপজেলার অপর একমাত্র উচ্চমাধ্যমিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদ্রাসা থেকে ২৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ১ জন এ প্লাস সহ শতভাগ কৃতকার্য হয়েছে।
অন্যদিকে উপজেলার ডিগ্রী মানের একমাত্র প্রতিষ্ঠান ঈদগাহ রশিদ আহমদ কলেজ থেকে বিভিন্ন বিভাগের মোট ৪৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র ১৬৭ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে একটিও এ প্লাস নেই। যার পাশের হার মাত্র ৩৫.৮৪।
এ ফলাফলের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে সর্বস্তরের অভিভাবক ও সচেতন লোকজনের মাঝে কলেজটির পড়ালেখার মান নিয়ে বিরূপ প্রশ্নের সৃষ্টি হয়। অনেকে এর জন্য বিগত কলেজ পরিচালনা কমিটির অব্যবস্থাপনা ও অপছাত্র রাজনীতির দিকে কলেজের কোমলমতি শিক্ষার্থীদের জড়ানোকে দায়ী করছে।
পাঠকের মতামত