সাফ নারী চ্যাম্পিয়ন শিপের শিরোপা ধরে রাখার অভিযানে নেপালের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। সাবিনা খাতুনের নেতৃত্বে ২৩ সদস্যের দল মঙ্গলবার সকাল ১০টায় বিমানযোগে ঢাকা ত্যাগ করে।
বাঘিনীরা দেশ ছাড়ার ঘণ্টাখানেক পর সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। বিকেএসপি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ফরোয়ার্ড শাহেদা আক্তার রিপা জিপিএ ৩.৭৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।রিপার বড় ভাই ফারুক হোসেন বলেছেন, ফলাফল প্রকাশিত হয়েছে সকাল ১১টায়। তারা (ফুটবল দল) আগেই দেশত্যাগ করেছে। জানার আগেই চলে গিয়েছে রিপা।২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিতে টুর্নামেন্টে সর্বাধিকবার প্রতিপক্ষের জাল খুঁজে নিয়ে সেরা গোলদাতার ট্রফি নিজের করে নেন রিপা। সিলেটে ২০২২ সালের ভয়াবহ বন্যায় সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে সেই ট্রফি নিলামের তোলার ঘোষণা দিয়ে প্রশংসিত হন।বয়সভিত্তিক আসরে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২০ দলের হয়ে লাল-সবুজের জার্সিতে খেলেছেন রিপা। এরপর তিনি জাতীয় দলে সুযোগ পান। কক্সবাজারের উখিয়ার এ ফুটবলার আসন্ন সাফে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারলে তা বাংলাদেশের জন্যই হনে মঙ্গলজনক।
পাঠকের মতামত