আব্দুস সালাম টেকনাফ।
কক্সবাজারে টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শনিবার(১২অক্টোবর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে রয়েছে,১৯জন শিশু,১১জন নারী ও ৮জন পুরুষ।টেকনাফ-২বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল।একপর্যায়ে নাফ নদীর শূণ্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকা যোগে কিছু সংখ্যক রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে।পরে তাদের বহনকারী নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেয়।এতে রোহিঙ্গাদের নৌকাগুলি শূণ্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়।এসব নৌকায় অন্তত শিশুসহ ৩৭জন রোহিঙ্গা রয়েছে।তিনি আরও বলেন,সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
#######
পাঠকের মতামত