টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার টেকনাফে বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ সদস্যরা অভিযান চালিয়ে ২৩টি বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসহ ৩ জন দুষ্কৃতকারীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ ত্বকি এ তথ্য নিশ্চিত করেন। আটককৃতরা হলেন- মৌলভী মনির আহমেদ (৫২), মো. সোহেল (২৫) এবং মো. জিয়াউল ইসলাম (২৭)।
তিনি বলেন, বেশ কিছু দিন ধরে টেকনাফের সাবরাং ইউনিয়নের মৌলভী মনির ও তার সহকারীরা স্থানীয় জনগণ ও জনসাধারণকে জিম্মি করে জোরপূর্বক জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপর্কম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও র্যাব-১৫ সিপিসি-১ এবং টেকনাফ মডেল থানা পুলিশের সমন্বয়ে কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক ও অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত