উখিয়া প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া এলাকা থেকে দেশীয় তৈরী বন্দুক ও গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৫। গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ সোহেল (১৭), সে কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো.কামরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মোঃ সোহেল (১৭) উখিয়া কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প ব্লক সি-এর বাসিন্দা নবী হোসেনের ছেলে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, সংবাদের ভিত্তিতে উখিয়া বাজারের দক্ষিণ ষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে গ্রেফতার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং একটি ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছে যে, তিনি উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা স্থানীয় সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, কক্সবাজারে অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
#####
পাঠকের মতামত