সেলিম উদ্দীন, ঈদগাঁও।
কক্সবাজার উত্তর বনবিভাগের বন্যপ্রাণী অভয়ারণ্য ফাঁসিয়াখালী ও জাতীয় উদ্যান মেদাকচ্ছপিয়া সহ ব্যবস্থাপনা সাধারন কমিটির সভা সম্পন্ন হয়েছে।৯ অক্টোবর (বুধবার) সকাল ১১ টার দিকে চকরিয়া উপজেলার মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।কক্সবাজার উত্তর বনবিভাগ ও সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির আয়োজনে নেকম সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নেকম ডিপিডি ড. শফিকুর রহমান।বিশেষ অতিথিদের মধ্যে চকরিয়া থানার তদন্ত ওসি ইয়াছিন মিয়া, মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমেদ, নেকম এনআরএম ম্যানেজার আবদুল কায়ুম, গর্ভানেন্স ম্যানেজার আফরোজা খাতুন ও ফাঁসিয়াখালী সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যক্ষ ফরিদ উদ্দীন চৌধুরী ও রুনেন্দু বিকাশ দে বক্তব্য রাখেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৈয়ব আলী, ফুলছড়ি রেঞ্জের বিট কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী, খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম, নাপিতখালী বিট কর্মকর্তা রিজওয়ানুল ইসলাম, রাজঘাট বিট কর্মকর্তা শাহা আলম, মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বিট কর্মকর্তা মেঃ আমির হোসেন, ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা মুহাম্মদ ফখরুল আমিন, মানিকপুর বিট কর্মকর্তা মোঃ আলাউদ্দিন, ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন, সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি শফিকুর রহমান শফি মেম্বার, রাজিয়া সোলতানা, কোষাধ্যক্ষ আকতার কামাল,ইউপি নারী সদস্য পারভীন আক্তার, শাহাব উদ্দিন কোম্পানি ও সহ ব্যবস্থাপনা কমিটির প্রায় অর্ধ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত