আব্দুস সালাম,টেকনাফ( কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অপহরণের শিকার হওয়া আতিক (২০) ৫ দিন পর ১০ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বলে জানা গেছে।
অপহৃত আতিক উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোরাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
তথ্যানুসন্ধান ও সংশ্লিষ্ট আত্নীয় স্বজনের সাথে কথা বলে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে মোটরসাইকেল যোগে মুচনী এলাকার তার একবন্ধু কে বাড়ি পৌঁছে দিতে গিয়ে মুচনী রেজিস্ট্রার্ট ক্যাম্প এলাকা থেকে অপহরণকারী চক্রের হাতে অপহরণের শিকার হয়।
অপহরণের পর থেকে বিভিন্ন সন্দেহ ভাজন এলাকায় ব্যাপক পুলিশী তল্লাশি চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পুলিশের তৎপরতা ও বার বার অভিযানের ভয়ে অপহরণ কারীরা ১০ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন পরিবারের পক্ষ থেকে আবছার কামাল ছিদ্দিকী।
এ বিষয়ে ভিকটিমের পিতা আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার ছেলে আতিক মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে,তাকে মেডিকেলে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।তবে কত টাকা মুক্তিপণ নিয়েছে তা নিশ্চিত করে জানায়নি।###
পাঠকের মতামত