জাহাঙ্গীর আলম,টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের টেকনাফ ক্যাম্পের মো. জুবায়ের (২৫) নামে এক রোহিঙ্গা যুবক মিয়ানমার সীমান্তে তোতার দ্বীপে মাছ ধরতে গেলে মাইন বিস্ফোরণে গুরুত্ব আহত হয়েছেন বলে জানা গেছে।
আহত মো. জুবায়ের টেকনাফ উনচিপ্রাং -২২ নম্বর ক্যাম্পের সি/১ ব্লকের নুর হোসনের ছেলে।
শনিবার ( ২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং নাফনদী সংলগ্ন মিয়ানমার সীমান্তের তোতার দ্বীপে এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন উনচিপ্রাং ক্যাম্পের মাঝি মো. রফিক উল্লাহ।
তিনি বলেন,আজ শনিবার দুপরের দিকে উনচিপ্রাং ক্যাম্পের মো. জুবায়ের মিয়ানমার তোতার দ্বীপ এলাকায় মাছ ধরার জন্য মিয়ানমার সীমান্তে প্রবেশ করলে সেখানে পুতে রাখা মাইন বিস্ফোরণে তার পায়ে মারাত্মক জকম হয়।পরবর্তীতে আহত অবস্থায় তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।বর্তমানে সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছে বলে তিনি জানান।
পাঠকের মতামত