ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:৫৫ পিএম

 

জাহাঙ্গীর আলম,টেকনাফ ( কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের  টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে তিনটি সিএনজি থামিয়ে ৮ জনকে অপহরণ।পরে স্থানীয় জনতা ও পুলিশের ধাওয়ায় ৪ জনকে উদ্ধার করা গেলেও সিএনজির ড্রাইভার ও যাত্রী সহ আরো ৪ জন ডাকাত দলের কবলে রয়ে গেছে বলে জানা গেছে।

উদ্ধাররা হলেন-টেকনাফের হোয়াইক্যং দৈংগ্যাকাটার আনোয়ারুল ইসলাম,ঝিমংখালির জাফর আলম,বাহারছড়ার মো. আব্দুল্লাহ এবং মো. সেলিম। তবে ডাকাতের কবলে থাকা ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর)  সন্ধ্যার দিকে হোয়াইক্যং -শামলাপুর সড়কের কুদুম গুহা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে বিষয়টি জানিয়েছেন শামলাপুর বাজারের সিএনজি সমিতির লাইনম্যান আব্দুর রহিম।

তিনি বলেন,শুক্রবার সন্ধ্যায় হোয়াইক্যং থেকে শামলাপুর গামী যাত্রী সহ তিনটি সিএনজিকে কুদুম গুহা নামক স্থানে ডাকাত দল ব্যারিকেট দিয়ে থামিয়ে সিএনজির ড্রাইভার সহ ৮ জনকে  অপহরণ করেন।পরবর্তীতে এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সহ কুদুম গুহা এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজির ড্রাইভার সহ ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।বাকি আরো ৪ জন ডাকাত দলের হাতে রয়ে গেছে বলে জানা গেছে।তবে বিস্তারিত বাকি ৪জনের পরিচয় এখনো জানা যায়নি।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সমিউর রহমান বলেন,কুদুম গুহা নামক স্থানে ডাকাতদল সিএনজি ড্রাইভার সহ ৮ ব্যক্তিকে অপহরণের করেন।এ সংবাদে তাৎক্ষণিক স্থানীয় জনতা সহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে ৪ জনকে উদ্ধার করা গেলেও বাকি আরো ৪ জন ডাকাত দলের কবলে রয়েছে বলে জেনেছি। তাদেরও উদ্ধারের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে তিনি জানায়।

পাঠকের মতামত

দু'দিনের বার্ষিক আয়োজনে পরিচালক মিশু- ওশান প্যারাডাইসের কর্মীরা নৈতিকতা-সেবা ও কর্মদক্ষতায় প্রসিদ্ধ

         কর্মজীবীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। পর্যটন জোনের তারকা হোটেল গুলোর সুনাম এখানকার বিভিন্ন বিভাগে কাজ করা ...

চার দফা দাবি আদায়ের আন্দোলন করে চাকরিচ্যুত দেড় শতাধিক এনজিওকর্মী চাকরিতে বহাল করাসহ চার দফা দাবি বাস্তবায়নে উখিয়ায় এনজিওকর্মীদের মানববন্ধন

         বিশ্বের সর্ববৃহৎ শরণার্থীদের আশ্রয় শিবির উখিয়া ও টেকনাফে মিয়ানমার জান্তা বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা ...

কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি

         কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।   ...

প্রথম আলো অফিসের সামনে আন্দোলনকারীদের অবস্থান

         দৈনিক প্রথম আলো পত্রিকা বয়কটের আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির অফিসের সামনে অবস্থান নিয়েছেন। ...