ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৯:৪৬ পিএম

 

প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে ইয়াবার চালান আনার জের ধরে দুই মাদক কারবারি গ্রুপের মধ্যেই রাতভর ৩ শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এতে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয়রা।তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর)টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়াতে রাত ১০ থেকে ১২ টা পর্যন্ত দফায় দফায় দুই মাদক কারবারি গ্রুপের মধ্যেই গোলাগুলির এ ঘটনা ঘটেছে।এবং ঘটনাস্থলটি পরিদর্শন করলেন টেকনাফ মডেল থানার ওসি’র নেতৃত্বে পুলিশের টিম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় দুই মাদক কারবারি গ্রুপের প্রধান মো. রমিজ ও মো. আরমান বাহিনীর মধ্যেই রাত ১০ টা থেকে ১২ টার পর্যন্ত দু’ঘন্টা একে-অপরের মধ্যেই গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।এ ঘটনায় উভয় গ্রুপ ৩ শতাধিক রাউন্ড গুলি ছোঁড়ে।এতে এই গ্রামের মানুষ ভয়ে ও আতঙ্কে রাত জেগেছিল।

তারা আরও বলেন,হ্নীলা পূর্ব সিকদার পাড়ার বাসিন্দা মো. রমিজ ও মো. আরমান এই দুই শীর্ষ মাদক কারবারি তাদের নেতৃত্বে প্রতিদিন ভারী অস্ত্রের মহড়ায় ও রোহিঙ্গা ডাকাতদের সহযোগিতায় মিয়ানমার থেকে টেকনাফের হ্নীলায় ইয়াবা চালান আনতে সক্ষম হয়।এই দুই মাদক কারবারি গ্রুপ হ্নীলা সীমান্তের একই পয়েন্ট দিয়ে ইয়াবার চালান আনা-নেওয়ার ঘটনার জের নিয়ে একে-অপরের মধ্যেই এ সংঘর্ষ সৃষ্টি হয়েছে।

মো. রমিজ ও মো. আরমান তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় এলাকায় প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি হয়নি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) গিয়াস উদ্দিন বলেন,মঙ্গলবার রাতে হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যেই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।বিষয়টি জানার পরে গোলাগুলির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ শুরু করছে।
#######

পাঠকের মতামত

দু'দিনের বার্ষিক আয়োজনে পরিচালক মিশু- ওশান প্যারাডাইসের কর্মীরা নৈতিকতা-সেবা ও কর্মদক্ষতায় প্রসিদ্ধ

         কর্মজীবীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। পর্যটন জোনের তারকা হোটেল গুলোর সুনাম এখানকার বিভিন্ন বিভাগে কাজ করা ...

চার দফা দাবি আদায়ের আন্দোলন করে চাকরিচ্যুত দেড় শতাধিক এনজিওকর্মী চাকরিতে বহাল করাসহ চার দফা দাবি বাস্তবায়নে উখিয়ায় এনজিওকর্মীদের মানববন্ধন

         বিশ্বের সর্ববৃহৎ শরণার্থীদের আশ্রয় শিবির উখিয়া ও টেকনাফে মিয়ানমার জান্তা বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা ...

কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি

         কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।   ...

প্রথম আলো অফিসের সামনে আন্দোলনকারীদের অবস্থান

         দৈনিক প্রথম আলো পত্রিকা বয়কটের আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির অফিসের সামনে অবস্থান নিয়েছেন। ...