টেকনাফ প্রতিনিধিঃ
ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ!
তাই “সুস্থ শরীর, সুন্দর জীবন” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে টেকনাফের জনসাধারণকে ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ‘সার্জিক্যাল ডট কম’ -এর সৌজন্যে এবং টেকনাফ সরকারি ডিগ্রী কলেজের স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের সহযোগিতায় আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টেকনাফ উপজেলার অন্তর্গত শাহপরীরদ্বীপ স্টেশনে ‘ডায়াবেটিস বান্ধব সেবা’ কার্যক্রম চালু করা হয়। উক্ত কার্যক্রমের মধ্যে রয়েছে, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, ডায়াবেটিস বিষয়ক সচেতনতা, লিফলেট বিতরণ ইত্যাদি।উক্ত সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন, মোঃ ইমরান, মোঃ ফাহিম, মোঃ জাহেদ, মোহাম্মদ কায়েছ, মোহাম্মদ ছাবের, মোঃ আবির, আফসানা, ইসফাত প্রমুখ।উদ্যোক্তা সার্জিকেল ডট কম”- এর স্বত্বাধিকারী রাজু পাল বলেন, আগামী ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। এই দিবসটি সফল করার জন্য তিনি এই মহতী উদ্যোগটি গ্রহণ করেছেন এবং আগামী ১৪ নভেম্বর পর্যন্ত উক্ত কার্যক্রম চলমান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। পরিশেষে তিনি টেকনাফ সরকারি ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য যে, উক্ত সেবামূলক কার্যক্রমটি গত ১২ সেপ্টেম্বর ২০২৪ইং থেকে এই কার্যক্রম চালু করা হয়।
পাঠকের মতামত