টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া বাজারের ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন নির্মাণের জন্য নির্ধারণকৃত জমি জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদের বিরুদ্ধে।
টেকনাফ উপজেলা ভূমি কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ সাফকাত আলী বরাবর একটি লিখিত আবেদন করেন সাবরাং দক্ষিন নয়াপাড়া বাজার উন্নয়ন ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিঃ (রেজি নং-৫৮০,তারিখ-২৭/১১/২০০১) এর সভাপতি মোহাম্মদ শরীফ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন।
আবেদন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নোয়াপাড়া বাজারে ময়লা ফেলার নিদিষ্ট জায়গা না থাকায় বিগত ০৪/০৯/২০২৪ইং তারিখে ৪নং সাবরাং ইউনিয়নের চেয়ারম্যানের নিকট আবেদন করার পর নয়াপাড়া বাজারস্থ সরকারি খাস জমিতে ডাস্টবিন নির্মাণের জন্য সাবরাং ইউনিয়নের চেয়ারম্যানসহ অন্যান্য ব্যক্তিরা উক্ত জমি পরিদর্শন করে তাহারাও জমিটি ডাস্টবিন নির্মাণের জন্য একমত পোষণ করেন। বাজারের জন্য ডাস্টবিন নির্মাণ কাজ শুরু হবে খবর পেয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা এবং সাবেক ইউপি সদস্য নুর মোহাম্মদ ভাড়াটিয়া মাস্তান বাহিনী নিয়ে উক্ত সরকারি জমি নিজের দাবী করে জোর পূর্বক দখল করে কাজ শুরু করেছে। তার এরূপ কার্যকলাপের কারণে নয়াপাড়া বাজারের ডাস্টবিন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় উক্ত সরকারি জমিতে নয়াপাড়া বাজারের ডাস্টবিন নির্মাণের জন্য অনুমোদন পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি সহায়তা চেয়েছেন স্থানীয়রা।
উল্লেখিত জায়গাটিতে বাজারের ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন নির্মাণ করার জন্য এবং জোর পূর্বক সরকারি জমি দখলের ব্যপারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার সচেতন মহলের দাবী।
পাঠকের মতামত