পত্রিকায় অসম্মানজনক ও মানহানিকর সংবাদ প্রকাশ করায় প্রতারক আবদুল গনির বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেছে রামুর এক ব্যবসায়ী। উক্ত প্রতারক আবদুল গণি কক্সবাজার পৌরসভার আলীর জাহাল এস এম পাড়া, ৪ নং ওয়ার্ডের মৃত আমির হামজার ছেলে। হাবিবা এন্টারপ্রাইজ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। রামুর সনামধন্য ব্যবসায়ী, সম্ভ্রান্ত পরিবারের সন্তান জসিম উদ্দিন বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, সদর, কক্সবাজারে ১২ সেপ্টেম্বর (সি. আর. মামলা নং ১১০৬/২০২৪) মামলাটি করেন। ফৌজদারী নালিশে বাদী উল্লেখ করেন গত ৮ সেপ্টেম্বর, রবিবার কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আপনকন্ঠ পত্রিকার প্রথম পৃষ্ঠায় সংবাদ বিজ্ঞপ্তির নামে ‘রামুতে ভূমি প্রতারক চক্রের হাতে জিম্মি অসহায় আবদুল গণি’ শিরোনামে বাদী ব্যবসায়ী জসিম উদ্দিন ও মামলার অপরাপর স্বাক্ষী মো. সোহেল ও নুরুল কবিরের ছবিসহ প্রকাশ করে। ভূঁয়া, মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও প্রতারনামূলক এই সংবাদটি ব্যবসায়ী জসিম উদ্দিন গং দের জন্য চরম অসম্মানজনক ও মানহানিকর। উক্ত সংবাদে প্রকাশিত উক্তি দ্বারা বাদীর ব্যবসায়িক সুনাম, ব্যক্তিগত পরিচিতি, সামাজিক অবস্থানে চরম ক্ষতি হয়েছে এবং বাদী মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে প্রতারক আবদুল গণির বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ধারা ৫০০ এর অধিনে এক কোটি টাকার সুনাম ক্ষুন্ন হওয়ায় আদালতেএক কোটি টাকার মানহানির মামলাটি করেন।
মামলার বাদী রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল এলাকার মৃত ফয়েজ আহমদের ছেলে জসিম উদ্দিন রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে আয়কর প্রদান করে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসতেছেন। নালিশে তিনি উল্লেখ করেন, আসামী আবদুল গণি একজন স্বীকৃত প্রতারক, লোভী, জাল-জালিয়াতকারী ও উ:শৃংখল প্রকৃতির লোক। কক্সবাজার জেলার বিভিন্ন ব্যবসায়ী সনামধন্য ব্যক্তিবর্গকে টার্গেট করে বিভিন্ন অপকৌশলে টাকা ধার নেয়া, জমি- জমা সংক্রান্ত বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়ে ভয় দেখিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা খবর ছাপিয়ে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সম্মানজনক ব্যক্তির সম্মানহানির অপচেষ্টায় লিপ্ত থাকে ওই প্রতারক আবদুল গণি। তার বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত, কক্সবাজার এসটি – ২০৩১/২০২২ ইং মামলা বিচারাধীন রয়েছে। এই আসামী রাষ্ট্রীয় আইনের অপব্যবহার করে স্বনামধন্য ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে ঐ ধারের টাকার বিপরীতে চেক দিয়ে, চুক্তি করে জমি ক্রয়-বিক্রয়ের নামেও ভুঁয়া, সত্ত্ব- দখলহীন বায়নানামা সৃজন করে প্রতারনা ও সম্মান হানিজনক কার্যে লিপ্ত থাকে। প্রতারক আবদুল গণি সংবাদ করে তেমনি ব্যবসায়ী জসিম উদ্দিনের মানহানি করেছে। সুষ্ট তদন্ত স্বাপেক্ষে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বাদীর সুনাম খ্যাতির ক্ষতির পরিমাণ নির্ধারন করে আসামীর নিকট থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন ব্যবসায়ী জসিম উদ্দিন।###
পাঠকের মতামত