ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৪ ৯:২২ পিএম

 

জাহাঙ্গীর আলম, টেকনাফ।

কক্সবাজারের টেকনাফ উপজেলার শিক্ষা কর্মকর্তা (একাডেমিক সুপারভাইজার) নুরুল আবছার নিজ অফিসে জন্ম নিবন্ধন ফরমে স্বাক্ষর করে সেবা প্রার্থীর কাছ থেকে ঘুষ আদায়ের দৃশ্যটি গোপন ক্যামরায় ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায়।এ ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন পেশাজীবি মানুষ সহ স্কুলের অভিভাবকদের মধ্যে আলোচনা -সমালোচনা শুরু হয়।

অভিযোগ উঠেছে সে টেকনাফ উপজেলার একই পদে প্রায় ১৬ বছর। বছরের পর বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের ফলে ঘুষ, অনিয়ম-দূর্নীতি, স্বেচ্ছাচারীতায় জর্জরিত হয়ে গেছেন।
অনুসন্ধানে জানা গেছে, টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরুল আবছার বিগত ২০০৯ সালের দিকে টেকনাফে যোগদানের পর স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কৌশলে সখ্যতা গড়ে তোলে একের পর এক অনিয়ম-দূর্নীতিতে জড়ালেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে চাপের মুখে ২০১২ সালের দিকে বান্দরবানে শাস্তিমূলক বদলি করা হলেও কয়েক মাসের মাথায় উখিয়া -টেকনাফের সাবেক এমপি বদির ক্ষমতার প্রভাব কাটিয়ে ফের বদলি হয়ে টেকনাফ ফিরে আসেন।

আরও জানা গেছে, কম্পিউটার প্রশিক্ষন সেন্টারের নামে উপজেলা মার্কেটে জমি বরাদ্দ নিয়ে দোকান, ঘর বানিয়ে ভাড়া দেওয়ার অভিযোগে পাশাপাশি সাতকানিয়া, বান্দরবানে নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রতিটি ভোটার ও জন্ম নিবন্ধন ফরমের স্বাক্ষরের বিপরীতে ৫০০ -১০০০ টাকা হাতিয়ে নেন।

এবং গেলো ২০১৯ সালে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও অনিয়মের অভিযোগে এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বহিস্কৃত হলেও পরবর্তীতে সাবেক এমপি বদির সুপারিশে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করতে পারে সংশ্লিষ্ট প্রশাসন।গত বছর, উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নের জন্য ১৫টি প্রতিষ্টানের নামে সেকেন্ডারী এডুকেশন ডেলপমেন্ট প্রোগ্রাম (এসএডিপি) প্রকল্পের আওতায় ৪৫ লাখ টাকা অনুদান দেয়। ওই বরাদ্দ থেকে উপর মহলের নামে
করে প্রতিটি স্কুলের ৫ লাখ টাকা বরাদ্দ থেকে সে ৫০ হাজার টাকা করে ৭ লাখ ৫০ হাজার টাকা
আদায়ের অভিযোগ জানিয়েছে শিক্ষা প্রতিষ্টানের পরিচালনা কমিটির সদস্যরা। এ সংক্রান্ত দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর বেকায়দায় পড়লেও তা আবার সামলে নেন।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কয়েকজন কর্মকর্তা জানান, তিনি একাডেমি সুপারভাইজার হলেও তার মূল দায়িত্ব এড়িয়ে গত এক যুগ ধরেই কর্মসৃজন প্রকল্পের ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করে সময় পার করছেন। রয়েছেন জন্মনিবন্ধন কমিটির সচিবের দায়িত্বে। উপজেলার পরিষদের পেছনে বাসায় বাসা ভাড়া নিয়ে সকাল বিকাল কোচিং সেন্টার নিয়ে ব্যস্ত থাকেন।এবং জন্ম নিবন্ধনের সেবা প্রার্থী এক ব্যক্তির কাছ থেকে ঘুষ আদায়ের একটি ভিডিওতে দেখা গেছে সেখানে তিনি ফাইলে স্বাক্ষরের বিনিময়ে টাকা নিয়ে পকেটে ঢুকাচ্ছেন। এটা তার ঘুষ বানিজ্যের সামান্য একটি অংশ মাত্র।

নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক জানান, একাডেমির সুপারভাইজার নুরুল আবছার টেকনাফ উপজেলার প্রতিটি স্কুল ও মাদ্রাসা ভিজিটের সময় দুই থেকে তিন হাজার টাকা পরিদর্শন ফি’র নাম করে এ টাকা গুলো আদায় করেন।যা বিভিন্ন স্কুলের ভাউচার গুলো দেখলে প্রমাণিত হবে। এবং সে যেহেতু শিক্ষা কর্মকর্তা দায়িত্বে তাই প্রকাশ্যে তার বিরুদ্ধে কোন কথা বলতে পারেনা বলে তিনি জানায়।

শামলাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাইফুল্লাহ জানান, একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার উপরের মহলের নাম করে সবার কাছ থেকে টাকা আদায় করার ফলে তিনি অনুদানের টাকা থেকে ৫০ হাজার টাকা ঘুষ দিয়েছেন।

একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার ঘুষ গ্রহনের ভিডিওটি দেখে সোলতান আহমেদ নামে এক ব্যক্তি বলেন, শিক্ষা কর্মকর্তার ঘুষ গ্রহনের ভিডিও টা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এবং সে নিজেইও জন্ম নিবন্ধন ও ভোটারের কাগজের ফরমের স্বাক্ষর নিতে গেলে তাকেও ঘুষের টাকা দিতে হয়েছে।টাকা না দিলে উল্টো ধমক দেয়।

এই ব্যাপারে টেকনাফ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এসব অভিযোগের ব্যাপারে কিছুই জানিনা। এমনিতেও বদলির জন্য চেষ্টা করছি। ঘুষ আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি সরাসরি কথা বলা পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ জানান।

মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক প্রফেসর নারায়ন বলেন, কোচিং ও ঘুষ এবং দায়িত্বের প্রতি অবহেলা এসব ঘটনা ছাড় দেওয়া যায়না। তার বিরুদ্ধে উত্তাপিত অভিযোগ যাচাই -বাচাই করা হবে। সত্যতা পাওয়া গেলে কর্মস্থল থেকে সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হবে বলে তিনি জানায়।

এ বিষয়ে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন,একাডেমি সুপার ভাইজারকে এ ঘটনায় আপাতত তার কর্মস্থলে না যাওয়ার জন্য বলা হয়েছে।এবং এ বিষয়ে ডিসি স্যার সহ সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে। এবং তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানায়।

পাঠকের মতামত

  • পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
  • শংকা কাটিয়ে কাল পেকুয়া আসছেন ড.মিজানুর রহমান আজহারি
  • পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলো বুরো বাংলাদেশ
  • বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উখিয়া উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন নতুন কমিটি গঠন
  • পেকুয়ায় হামলায় মেডিকেল অফিসার সহ আহত-২
  • কোস্ট গার্ড মহাপরিচালকের টেকনাফ- মিয়ানমার সীমান্ত পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ 
  • চকরিয়া থানার ওসির কাছে চাঁদা দাবি, আটকে গেলেন পুলিশের জালে!
  • টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • উখিয়ায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • হলদিয়ায় ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উখিয়া উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন নতুন কমিটি গঠন

               প্রেস বিজ্ঞপ্তি॥ কক্সবাজারের উখিয়া উপজেলা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন হয়েছে। উখিয়া উপজেলা ...

    কোস্ট গার্ড মহাপরিচালকের টেকনাফ- মিয়ানমার সীমান্ত পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ 

             প্রতিনিধি। বাংলাদেশ কোস্ট গার্ডের  মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক কক্সবাজারের টেকনাফ এবং সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত ...

    চকরিয়া থানার ওসির কাছে চাঁদা দাবি, আটকে গেলেন পুলিশের জালে!

             মনছুর আলম মুন্না (৩৫)। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ  বড়পিলের গর্জনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে। সাংবাদিকুতার ...