ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪ ৮:৫৮ পিএম

 

শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল হোস্ট টিচারদের বেতন বৃদ্ধি সহ ৪ দফা দাবী বাস্তবায়নে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উখিয়ার ৩২ টি রোহিঙ্গা ক্যাম্পের সকল হোস্ট টিচার উপস্থিত ছিলেন। এসময় নানান ধরনের দাবী সংবলিত পোষ্টার,পেস্টুন দেখা যায়। কক্সবাজার- টেকনাফ সড়কে উভয় পাশ্বে যানচলাচল বন্ধ ছিল ঘন্টাখানেক।
সাধারণ শিক্ষকরা বলেছেন দীর্ঘদিন ধরে চাকুরী করছি। সব কিছু দাম বেশি। তবে বেতন ভাতা আগের মত। আমাদের সাথে এনজিও রা বৈষম্য করছে। প্রতি বছর রোহিঙ্গা শিক্ষকদের বেতন বাড়ানো হয়। কথায় কথায় ছাঁটাই করে।

চার দফা সমূহ:
১. সর্বনিম্ন বেতন বাইশ হাজার পাঁচশত টাকা।
২. শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি এবং ভাতা প্রদান করতে হবে।
৩. ক্লাস্টার সিস্টেম বাতিল করা এবং বিনা কারণে শিক্ষক /শিক্ষিকা ছাঁটাই না করা।
৪. প্রতি বৎসর ২ ঈদে উৎসব ভাতা প্রদান।

উক্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে বক্তব্য দেন,উখিয়ার রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাদমান জামি চৌধুরী,বোরহান উদ্দিন, মোহাম্মদ শামিম,ঈসমাইল ও ইমতিয়াজ।
বক্তারা বলেছেন দ্রত দাবীগুলো মানতে হবে। না হলে কঠোর আন্দোলন চলবে।আর ও বড়ধনের কর্মসূচীতে আসতে পারে। দিন দিন বিভিন্ন জিনিস পত্রের দাম বেড়ে যাচ্ছে। এর পর উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আবারো অবস্থান নেন শিক্ষকরা।উখিয়ার ৩২ টি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল হোস্ট টিচারদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সাথে স্বাক্ষাত করেন। তাঁদের সকল দাবী দাওয়া মনোযোগ সহকারে শুনেছেন বলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানিয়েছেন। তিনি আরো বলেন এ বিষয়ে উচ্চ পর্যায়ে জানানো হবে।
######

পাঠকের মতামত

সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

         ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ...

দু'দিনের বার্ষিক আয়োজনে পরিচালক মিশু- ওশান প্যারাডাইসের কর্মীরা নৈতিকতা-সেবা ও কর্মদক্ষতায় প্রসিদ্ধ

         কর্মজীবীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। পর্যটন জোনের তারকা হোটেল গুলোর সুনাম এখানকার বিভিন্ন বিভাগে কাজ করা ...

চার দফা দাবি আদায়ের আন্দোলন করে চাকরিচ্যুত দেড় শতাধিক এনজিওকর্মী চাকরিতে বহাল করাসহ চার দফা দাবি বাস্তবায়নে উখিয়ায় এনজিওকর্মীদের মানববন্ধন

         বিশ্বের সর্ববৃহৎ শরণার্থীদের আশ্রয় শিবির উখিয়া ও টেকনাফে মিয়ানমার জান্তা বাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা ...

কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি

         কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।   ...