শহিদুল ইসলাম।
কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছে। এসময় আরো ও একজন গুরুতর আহত হয়েছেন।ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহতরা হলেন উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল গনির ছেলে রহমত উল্যাহ(২৫) ও উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল কালামের ছেলে ইমাম হোসেন(৩৯)।
গুরুতর আহত হলো উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে আবদুল্লাহ(৩১)।বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১১সেপ্টেম্বর)ভোর উখিয়া কুতুপালং ২০নং ক্যাম্প ও ৪নং ক্যাম্পে এই ঘটনা ঘটে।
জানা যায়,গত কয়দিন ধরে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অস্হিরতা বিরাজ করছে। একাধিক গ্রুপ নিজেদের আধিপত্য বিস্তারের কারনে প্রতিদিন গোলাগুলির ঘটনা ঘটছে।এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতংক বিরাজ করছে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডি আইজি) মোহাম্মদ ইকবাল নিহতদের সত্যতা নিশ্চিত করে বলেছেন নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উখিয়া থানায় পাঠানো হয়েছে।বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
######
পাঠকের মতামত