আরফাত চৌধুরী, উখিয়া : উখিয়া জালিয়াপালং ইনানীতে দখলকৃত ৩ একর রিজার্ভ জায়গা উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার বিকাল ৩ টায় ইনানী রেঞ্জ অফিসার ফিরোজ আল-আমিনের নেতৃত্বে একটি টিম ইনানী বড়খাল কড়ই বাগানের পূর্ব পাশে পাহাড় কেটে গড়ে উঠা মৌলভী প্রকাশ নুরুল হকের দখলে থাকা ৩ একর রিজার্ভ জায়গায় অবৈধভাবে দখল করা সুপারি বাগান ধংস করে পুনরায় উদ্ধার করেছে বনবিভাগ।
আগেও কয়েক বার ককটেল মৌলভীর দখলকৃত রিজার্ভ জায়গায় অভিযান পরিচালনা করা হয়েছে পরে তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল।
অভিযোগ রয়েছে নুরুল হক গত ১৬ বছর ধরে নিজেকে আ”লীগ নেতা পরিচয় দিয়ে বন বিভাগের জায়গা দখল করে আসছে ফরেস্ট বিভাগকে তোয়াক্কা না করে। এলাকায় নিজেকে পুলিশ অফিসারের পিতা পরিচয় দিয়ে নানা ধরনের বিতর্কিত কর্মকান্ড করে থাকে।
এদিকে নতুন করে পাহাড় কেটে সুপারি বাগান করায় তার বিরুদ্ধে মামলা রুজু করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান ইনানী রেঞ্জ অফিসার ফিরোজ আল-আমিন।
পাঠকের মতামত