ডেস্ক নিউজ
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪ ৯:৩২ পিএম , আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৪ ৯:৩৩ পিএম

শহিদুল ইসলাম।

কক্সবাজারের উখিয়ার ধুরুমখালী এলাকা থেকে পোল্ট্রি মুরগী বহনের গাড়িতে বিশেষ কায়দায় রক্ষিত ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে

র‌্যাব-১৫। এসময় মাদক বহনের দায়ে ১টি পিকআপ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা গ্রামের মৃত নজির আহমদ এর ছেলে নুরুল ইসলাম (২৮) ও মোচনি গ্রামের ফজল করিমের ছেলে মোঃ ফারুক (১৯)। আটককৃত আসামীদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর)রাতে উখিয়ার ধুরুমখালী এলাকায় জামাল মার্কেটের সামনে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী জানান, সাম্প্রতিক সময়ে মাদক ব্যবসায়ীরা অভিনব কৌশল অবলম্বন করে মাদক পাচার করছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, টেকনাফ হতে উখিয়া টু কক্সবাজার লিংকরোড আঞ্চলিক সড়ক দিয়ে পোল্ট্রি মুরগী বহনকারী একটি পিকআপ গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজারের দিকে আসছে।এই তথ্যের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর রাতে কক্সবাজার লিংকরোড আঞ্চলিক সড়কের ধুরুমখালী এলাকায় জামাল মার্কেটের সামনে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মুরগী বহনকারী একটি সাদা পিকআপ সন্দেহজনকভাবে দ্রুত চেকপোষ্ট অতিক্রম করার চেষ্টাকালে আটক করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে গাড়িতে ইয়াবা ট্যাবলেট রয়েছে মর্মে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে গাড়িটি তল্লাশী করে পিকআপের কেবিনের পেছনের অংশে ঢালার সঙ্গে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজারের উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

######

 

পাঠকের মতামত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি টেকনাফে গ্রেপ্তার

           আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজছাত্র হত্যার মামলায় আসামি রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ...

প্রতারক আবদুল গণির বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানি মামলা

          ব্যবসায়ীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রচার করায় নিজস্ব প্রতিবেদক। পত্রিকায় অসম্মানজনক ও মানহানিকর সংবাদ প্রকাশ ...

সাবেক উপজেলা চেয়ারম্যান ভুট্টো সহ ৩৯ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা

          নিজস্ব প্রতিবেদক ২০১৮ সালের সংসদ নির্বাচনে রামুর চৌমুহনীস্থ বিএনপির নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার ...

উখিয়ায় চবি শিক্ষার্থী সায়েদ হোসেন সন্ত্রাসী হামলার শিকার

           আরফাত হোসেন চৌধুরী:: উখিয়ার জালিয়াপালং সোনার পাড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সায়েদ হোসেন সন্ত্রাসী হামলার ...

টেকনাফে সড়ক দূর্ঘটনায় আহত  কলেজ ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

           আব্দুস সালাম,টেকনাফ কক্সবাজার টেকনাফের হ্নীলা রংগীখালী এলাকার কলেজ ছাত্র আবছার উদ্দিন সড়ক দূর্ঘটনায়  আহত ...