ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪ ৯:৩৯ পিএম

 

মোঃ রমজান আলী, রাজশাহী।

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি শাহরিয়ার আলমসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। এরমধ্যে এজাহারে ৩৯ জনের নাম উল্লেখ করা করা হয়েছে।রোববার (২৫ আগস্ট) বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বাক্কার সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মুখলেছুর রহমান মুকুল (৫৫) নামের এক ব্যক্তি বাদী হয়ে শনিবার মধ্যরাতে মামলাটি করেছেন। মুখলেছুর রহমানের বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা নতুনপাড়া গ্রামে।মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ আগস্ট রাত ১০টার দিকে আসামি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, শাহরিয়ারের ব্যক্তিগত সহকারী সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামান রিন্টুসহ ৩৯ আসামি বাদী মুখলেছুর রহমানের পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় বাদী চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তার কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ওই সময় মুখলেছুরকে ভয় দেখানো হয় যে, এ ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলা হবে।ওসি আবু বাক্কার সিদ্দিক বলেন, আসামিরা আত্মগোপনে রয়েছেন। এক এসআইকে মামলার তদন্ত করতে দেওয়া হয়েছে। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

পাঠকের মতামত

সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

         ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ...

কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি

         কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারী সিন্দাবাদ নামক একটি জাহাজকে চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।   ...

প্রথম আলো অফিসের সামনে আন্দোলনকারীদের অবস্থান

         দৈনিক প্রথম আলো পত্রিকা বয়কটের আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা আবারও পত্রিকাটির অফিসের সামনে অবস্থান নিয়েছেন। ...

ঘুমধুমের ভুট্টো মেম্বারের প্রত্যয়নে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু পাচার!

          বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চোরাচালানের অভয়ারণ্য ঘুমধুম সীমান্ত দিয়ে চোরাই পথে পাচার করে আনা অবৈধ ...