ফেনী প্রতিনিধি : ফেনীতে বন্যা দুর্গত ৫ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
গতকাল রবিবার বিকালে শহরের খাজুরিয়া রাস্তায় মাথায় রিলেশন কনভেনশন হলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খোন্দকার নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী প্রমুখ।
আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের স্বরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সকল দলীয় কর্মকাণ্ড স্থগিত ঘোষণা করে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে হবে। নেতাকর্মীরা মানুষের পাড়া-মহল্লায় গিয়ে মানুষের খোঁজ খবর নিয়ে চাহিদা অনুযায়ী খাদ্য সামগ্রী সরবরাহ করতে হবে। যতদিন মানুষ বন্যা কবলিত থাকবেন ততদিন মানুষের পাশে থাকতে হবে।
খোন্দকার নাসির উদ্দিন বলেন, বন্যা দুর্গত প্রায় ৫ হাজার পরিবারের মাঝে খাবার পৌঁছে দেয়া হয়েছে। প্রতিদিন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সশরীরে বন্যা দুর্গতদের বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সাইদুর রহমান জুয়েল বলেন, স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মীরা বন্যা কবলিত মানুষের মাঝে খাবার পৌঁছে দিচ্ছেন। আমরা সেল গঠন করে মানুষের মাঝে খাবার পৌঁছে দেয়ার কাজ অব্যাহত থাকবে।
পাঠকের মতামত