আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা শিবিরে
প্রতিনিধি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ ...
নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে একজন নিহত হয়েছেন। রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) সদস্যরা এ হামলা চালায় বলে সূত্র জানিয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) ভোর পাঁচটার দিকে ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত মো. ইসমাইল ওই ক্যাম্পের ইলিয়াসের ছেলে।
জানা গেছে, নিহতের ঘরে ঢুকে সন্ত্রাসী সংগঠন আরএসও বাহিনীর ৮-১০ জনের একটি দল তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার-পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত