ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৪ ১২:০৯ এএম
হাসিনার বিচারের দাবিতে উখিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
আলাউদ্দিন, উখিয়া
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় উখিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেল চারটায় উপজেলা যুবদলের উদ্যোগে উখিয়া মসজিদমার্কেট-সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গণজমায়েত হয়।
এ সময় প্রধান অতিথির জ্বালাময়ী বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী প্রশাসনের উদ্দেশে বলেন, উখিয়ার আওয়ামী লীগের অবৈধ সম্পদশালী, মাদক কারবারি ও অস্ত্রধারী নেতাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্ষমতায় থাকাকালীন যারা ইয়াবার কারবার, জমি দখল, চাঁদাবাজি, লুটপাট, জুলুম-জিম্মিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করেছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
আওয়ামী লীগ নেতা ও সাবেক সাংসদ আব্দুর রহমান বদি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিনসহ বিভিন্ন নেতার নাম উল্লেখ করে সরওয়ার জাহান চৌধুরী তাদের অবৈধ সম্পত্তি জব্দ করে আইনের আওতায় আনার কথা বলেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে জাহাঙ্গীর কবির চৌধুরী ও রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদ থেকে মো. সালাউদ্দিনকে বরখাস্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি জানান তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা দ্বারা তার শাসনামলে সংঘটিত সকল হত্যার বিচার দাবি করেন এই বিএনপি নেতা।
উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিনের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক সাইফুর রহমান (সিকদার)।
বিক্ষোভ সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারা বক্তৃতা করেন।
এ সময় বক্তারা বলেন, ১৫ আগস্ট (আজ) নিয়ে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। এদিনও সারা দেশে বিএনপির কর্মসূচি রয়েছে। কর্মসূচি চলাকালে আওয়ামী লীগ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। প্রতিপক্ষের নাশকতা ঠেকাতে ভিন্ন ধর্মালম্বীদের বিভিন্ন মন্দির, বিহার রক্ষা করার নির্দেশ দেওয়া হয় নেতা-কর্মীদের।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি জহুর আহমদ চৌধুরী, সহসভাপতি দলিলুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম, যুগ্ম সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী রাজিব, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক সেলিম সিরাজি ও আলমগীর হান্না।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, আজফার সাবিত চৌধুরী, মনিরুল আলম চৌধুরী; উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহমদ, সদস্য সচিব সাদমান জামি চৌধুরী; উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব রিদুয়ান রহমান; উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মানিকসহ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

  • পাহাড়ে স্বশস্ত্র অপহরণকারীদের শেকড় স্বমূলে উচ্ছেদ করতে যৌথ অভিযান পরিচালনা করুন- শাহজাহান চৌধুরী 
  • কক্সবাজারে বৃক্ষমেলার উদ্বোধন, থাকছে ৩৫ টি স্টল, নানা জাতের বৃক্ষ
  • টেকনাফে পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার
  • শাহপরীরদ্বীপে ডায়াবেটিস বান্ধব সেবা’ কার্যক্রম চালু
  • সাবরাং নয়াপাড়া বাজারে আওয়ামীলাীগ নেতার বিরুদ্ধে সরকারি খাসজমি দখলের অভিযোগ
  • মহেশখালীতে নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক
  • টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে ৬ লাখ ৯০ হাজার টাকা বিক্রি : সর্বোচ্চ নিলাম ডাককারি সিআইপি ওমর ফারুক
  • টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে পরপর ৩টি গুলি, বন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত
  • উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার
  • টেকনাফে বিজিবির অভিযানে ১০ কেজি স্বর্ণসহ টাকা উদ্ধার, আটক-২
  • পাহাড়ে স্বশস্ত্র অপহরণকারীদের শেকড় স্বমূলে উচ্ছেদ করতে যৌথ অভিযান পরিচালনা করুন- শাহজাহান চৌধুরী 

               প্রেসবিজ্ঞপ্তিঃ টেকনাফ উপজেলা যুবদলের আওতাধীন বাহারছড়া ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের ১,২ ও ৩নং ওয়ার্ড ...

    কক্সবাজারে বৃক্ষমেলার উদ্বোধন, থাকছে ৩৫ টি স্টল, নানা জাতের বৃক্ষ

               শাহেদ হোছাইন মুবিন। “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” প্রতিপাদ্যে কক্সবাজার পাবলিক লাইব্রেরির ...

    সাবরাং নয়াপাড়া বাজারে আওয়ামীলাীগ নেতার বিরুদ্ধে সরকারি খাসজমি দখলের অভিযোগ

               টেকনাফ প্রতিনিধি : টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া বাজারের ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন ...

    মহেশখালীতে নৌবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

               নিজস্ব প্রতিবেদক মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহজাহান নামক ...

    টেকনাফে ৭ লাখ টাকা মালামাল নিলামে ৬ লাখ ৯০ হাজার টাকা বিক্রি : সর্বোচ্চ নিলাম ডাককারি সিআইপি ওমর ফারুক

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) টেকনাফের শুল্ক গুদামের সরকারি ৭ লাখ টাকার নানা পণ্য ৬ লাখ ...

    টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে পরপর ৩টি গুলি, বন্দরের কার্যক্রম সাময়িক স্থগিত

               আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) মিয়ানমার সীমান্তের লাল দ্বীপ এলাকা থেকে কক্সবাজারের টেকনাফের স্থলবন্দরে পরপর ৩টি ...