ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৪ ৭:৩৬ পিএম , আপডেট: আগস্ট ১৪, ২০২৪ ৭:৩৬ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি’র) ১৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।

বুধবার (১৪ আগস্ট) সকালের দিকে টেকনাফের সাবরাং ও নাজিরপাড়াস্থ নাফনদী দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সীমান্তে নিছিদ্র নিরাপত্তায় বিজিবি দিন-রাত ২৪ ঘন্টা টহল পরিচালনা করা হচ্ছে ও সোচ্চার রয়েছে। এছাড়া সীমান্তের যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়ও রয়েছে।

তিনি আরও জানান, বুধবার (১৪ই আগস্ট) মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে।

উক্ত বিজিপি সদস্যদের বিজিবি’র তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও বিজিবি’র কাছে ইতিপূর্বে আটককৃত ১১০ জন এবং নতুন ১৩ জনসহ সব মিলিয়ে ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অতি শীঘ্রই তাদেরকে মিয়ানমার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানায়।

পাঠকের মতামত

টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার,গ্রেফতার-৩

         কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে অটোরিক্সা থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে অপহৃত দুইজনকে উদ্ধার এবং অপহরণকারি চক্রের ...

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা শিবিরে

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ ...

নাফনদীতে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার

         কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  ২ লক্ষ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ...

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শাপলা চত্বরে গণহত্যায় শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগ

         ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ ...

শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চায় না সরকার

         স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে ...