ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪ ৮:১৮ পিএম

 

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধের পাশপাশি বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসানের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।সোমবার (১২ আগস্ট) ৫টার দিকে টেকনাফ বাস স্টেশন বায়তুল করম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশে নেয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম কলেজের ছাত্র মোরশেদ আলম বলেন, ‘টেকনাফে কিছু জনপ্রতিনিধি রোহিঙ্গা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। যার ফলে-এ সীমান্তে স্থানীয়দের মুক্তিপণ বাণিজ্য গড়ে উঠেছে। পাশাপাশাশি অনেক জনপ্রতিনিধিদের বাড়ি-ঘরে এখনো রোহিঙ্গাদের প্রশ্রয় দিচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার নেওয়ার দাবি জানিচ্ছ বর্তমান সরকারের কাছে।’

সীমান্তে দালালদের মাধ্যমে নতুন করে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনাও ঘটছে উল্লেখ করে মোরশেদ আরও বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের কারনে সীমান্তে বৃহত্তর সমস্যা সৃষ্টি হয়েছে। বড় অপরাধের সাথে রোহিঙ্গারা জড়িত থাকার সক্রিয় রয়েছে। আমরা টেকনাফে আর কোন বড় অপরাধ রোহিঙ্গাদের মাধ্যমে সংগঠিত হোক, সেটা চাইনা। সীমান্তে যেভাবে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে,অতি দ্রুত আমরা সেটা বন্ধ চাই। সেই সাথে উখিয়া-টেকনাফের যেসব রোহিঙ্গা রয়েছে, তাদের দ্রুত প্রত্যাবাসানের দাবি জানাচ্ছি। পাশাপাশি শান্তিপূর্ণ টেকনাফ গড়তে ছাত্ররা আমরা সজাগ থাকবো সব সময়।’

কক্সবাজার সিটি কলেজের আব্দু রহমান বলেন, ‘ক্যাম্পে যেসব রোহিঙ্গা ডাকাতরা রয়েছে, তাদের ধরতে স্থানীয় প্রশাসনের সযোগিতা দরকার। রোহিঙ্গা ডাকাতদের ধরতে না পারলে অপহরণ-ডাকাতি বন্ধ হবেনা। রোহিঙ্গা আমাদের জাতীয় নিরাপত্তার সমস্যা হয়ে দাড়িয়েছে। প্রশাসনের দূর্বলতার কারনে আবার নতুন করে অনুপ্রবেশ ঘটছে। আমরা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসান দাবি করছি। অন্যতায় তাদের এখান থেকে অন্যত্রে হস্তান্তর করা হোক।’মানববন্ধনে কক্সবাজার সরকারি কলেজের বাহা উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার ইয়াছিন আরাফাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসান মাহমুদ সাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদুর রহমান তামিম, কক্সবাজার সিটি কলেজের আব্দুর রহমান, টেকনাফ সরকারি কলেজের মোঃ রাকিব, আল জামেয়া টেকনাফ মাদ্রাসা জুবাইর আজিজও বক্তব্য রাখেন।’

পাঠকের মতামত

টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার,গ্রেফতার-৩

         কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে অটোরিক্সা থামিয়ে অস্ত্রের মুখে জিন্মি করে অপহৃত দুইজনকে উদ্ধার এবং অপহরণকারি চক্রের ...

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা শিবিরে

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ ...

নাফনদীতে চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে প্রায় আড়াই লক্ষ ইয়াবা উদ্ধার

         কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে  ২ লক্ষ ৮৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ...

সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা

         ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে আগামী এক সপ্তাহ ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছে। ...

দু'দিনের বার্ষিক আয়োজনে পরিচালক মিশু- ওশান প্যারাডাইসের কর্মীরা নৈতিকতা-সেবা ও কর্মদক্ষতায় প্রসিদ্ধ

         কর্মজীবীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ। পর্যটন জোনের তারকা হোটেল গুলোর সুনাম এখানকার বিভিন্ন বিভাগে কাজ করা ...