আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায়। উপজেলা টেকনাফে অবৈধ দখলবাজ-চাঁদাবাজদ সহ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে কঠোর হুশিয়ার উচ্চারণ করছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।
রবিবার (১২ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত সভায় এতে উপস্থিত ছিলেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ, টেকনাফ কোস্ট গার্ডের স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট রাগিব তানজুম স্বর্ণাভ, পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সরওয়ার আলম, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী, টেকনাফ মডেল থানার (ওসি) মুহাম্মদ ওসমান গনি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ স্থানীয় সংবাদকর্মীরা।
এ সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ বলেন- দুর্বৃত্ত, অপরাধীরা যে দলের হোক না কেন অপরাধ করলে আমরা তার বিপক্ষে যাব। পাশাপাশি মাদক-মানব পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ, ভূমিদস্যু, দখলবাজদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে যত বড় শক্তিশালী হোক না কেন। এতে তিনি স্থানীয় জনপ্রতিনিধি সহ জনসাধারণের সহযোগিতা কামনা করে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদনান চৌধুরী বলেন- অবৈধভাবে জমি দখল, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক সহ সকল অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তাদেরকে রুখে দেওয়া হবে প্রয়োজনে যদি করতে না পারি এই পথ থেকে সরে যাব।
সভা শেষে দেশে বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী।
পাঠকের মতামত