আলাউদ্দিন, উখিয়া—
দীর্ঘ ১৬ বছর পর উখিয়া কলেজের ক্যাম্পাসে প্রবেশ করল উপজেলা ছাত্রদল। প্রবেশের প্রথম দিনেই তারা ব্যানার-হাতে উখিয়া কলেজের সরকারিকরণের দাবি তুলেছেন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালের দিকে ক্যাম্পাসে ফেরেন তারা।
এ সময় তারা অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সরকারিকরণের দাবিতে কলেজের শিক্ষকেরা ছাত্রদলের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং সৌহার্দপূর্ণ আচরণ ও সহযোগিতার আশ্বাস দেন।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিদুয়ানুর রহমান বলেন, কলেজে আর কোনো বৈষম্য চলতে দেওয়া যাবে না। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকবে, তবে সবাইকে সমান চোখে দেখা হবে।
কলেজ সরকারিকরণের দাবি জানিয়ে তিনি বলেন, প্রথমেই সরকারি হওয়ার কথা ছিল উখিয়া কলেজ। কিন্তু ক্ষমতার দাপট দেখিয়ে আওয়ামী লীগের নেতারা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজকে সরকারি কলেজে রূপ দেন। নতুন সরকারে যারা আসবেন, তাদের প্রতি উখিয়া কলেজের সরকারিকরণের দাবি রাখেন এই ছাত্রদলনেতা।
এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন সুমন, ওমর ফারুক; উখিয়া কলেজের সাবেক আহ্বায়ক ইমরানুল হক রানাসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক সাংসদ, হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর হাত ধরে ১৯৯১ সালে প্রতিষ্ঠা হয় উখিয়া কলেজ।
পাঠকের মতামত