আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
নাফনদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৫ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হলো। এদের মধ্যে ১৫ জন নারী, ১৭ শিশু ও ৫ জন পুরুষ। ৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে নৌকা যোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে মঙ্গলবার প্রথম নৌকা ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে একের পর এক মরদেহ ভেসে আসছে। তবে মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে কয়টি নৌকা ডুবে গেছে, কত জন রোহিঙ্গা ছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি। বৃহষ্পতিবার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ১ জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষসহ ৪ জন এবং শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত থেকে ১ জন বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে আরও ৫টি মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছি। এর আগে মঙ্গলবার ও বুধবার দুই দিনে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হয়েছে’। ##
পাঠকের মতামত