প্রতিনিধি।কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে ২ বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান চালায়।এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মিয়ানমার সীমান্ত থেকে কচ্ছপিয়া এলাকা দিয়ে সাগরপথে মাদকের একটি চালান আসার খবর পায় বিজিবি। মেরিন ড্রাইভ সড়কের পাশে গোপনে অবস্থান নেন তারা। ভোরে টহলদল একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকাকে বঙ্গোপসাগরের তীর থেকে আটক করে। এ সময় নৌকা থেকে একজন পালিয়ে যান। পরে নৌকাটি তল্লাশি করে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, একই সময়ে মৌলভীবাজার পূর্বপাড়া নামক এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে মাটির গর্তে পাওয়া প্লাস্টিকব্যাগ থেকে উদ্ধার করা হয় ৬০ হাজার পিস ইয়াবা।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, অভিযানে ইয়াবা উদ্ধার হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারিদেরকে শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
######
পাঠকের মতামত